ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

রাজধানীতে ২ ভবঘুরের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৫, নভেম্বর ৮, ২০২১
রাজধানীতে ২ ভবঘুরের মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর পৃথক স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে শাহবাগ ও মতিঝিল থানা পুলিশ।  

সোমবার (৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে শাহবাগ থানার শিক্ষা ভবনের পাশের ফুটপাত থেকে একটি ও রোববার (৭ নভেম্বর) মতিঝিল টিএনটি কলোনি থেকে আরেকটি মরদেহ উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক বালা জানান, বিকেলে খবর পেয়ে শিক্ষা ভবনের পাশ থেকে আনুমানিক ৩৫ বছর বয়সের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার নাম-পরিচয় জানা যায়নি। তার পরনে সাদা-সবুজ রঙের গেঞ্জি ও জিন্স প্যান্ট ছিল। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে তিনি ভবঘুরে। ওই এলাকাতে ঘোরাঘুরি করতেন। অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে মতিঝিল টিএনটি কলোনি থেকে অজ্ঞাতপরিচয় (৭৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারকারী মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুর রহমান জানান, রোববার দিনগত রাতে টিএনটি কলোনির মসজিদের সামনের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই এলকায় ভিক্ষাবৃত্তি করতেন বলে জানান গেছে।

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্ত না হলে দাফনের জন্য মরদেহ দুটি আঞ্জুমান মুফিদুল ইসলামে দিয়ে দেওয়া হবে। তবে পুলিশ ধারণা করছে দুজনই ভবঘুরে।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।