ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

গাজীপুরে বকেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৩, নভেম্বর ৮, ২০২১
গাজীপুরে বকেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের টেকনগপাড়া এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে চৌধুরী গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকরা। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা।

সোমবার (৮ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে এ বিক্ষোভ সমাবেশ করা হয়।

জানা গেছে, শ্রমিকদের গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন বকেয়া রয়েছে। বার বার শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলেও কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করছে না। এক পর্যায়ে সোমবার বিকেলে শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ এবং অগ্নিসংযোগ করেন। এতে মহাসড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। হাজার হাজার মানুষ আটকা পড়ে ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেল সোয়া ৪টার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

কারখানার শ্রমিক প্রদীপ কুমার সরকার বাংলানিউজকে বলেন, একমাস ধরে কারখানায় কাজ নেই। দুই মাসের বেতন বকেয়া রয়েছে। কারখানা কর্তৃপক্ষ বেতন দিচ্ছে না।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু বাংলানিউজকে বলেন, অল্প কিছু সময় শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ০৪৪৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১।  
আরএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।