ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

ইউপি নির্বাচন: পটুয়াখালীতে সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩০, অক্টোবর ৩০, ২০২১
ইউপি নির্বাচন: পটুয়াখালীতে সংঘর্ষে আহত ১০ ছবি: বাংলানিউজ

পটুয়াখালী: পটুয়াখালী সদর উপজেলার আসন্ন লোহালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার (২৯ অক্টোবর) সন্ধ্যার পরে সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের খেয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে ঘটনাস্থলে উপস্থিত থাকা ও সন্দেহ ভাজন হিসেবে পটুয়াখালী পৌর সভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিল ও নৌকা প্রতীক প্রার্থীর ছোট ভাই রেজাউল হাসান লাবুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অপরদিকে কাউন্সিলর লাবুকে আটকের খবরে থানা এলাকায় জড়ো হয়ে স্থানীয়রা বিক্ষোভ করেছেন।

আহত স্বতন্ত্র প্রার্থী জুয়েল মৃধা বাংলানিউজকে বলেন, সন্ধায় নির্বাচনী প্রচারণা শেষে আমার সমর্থকদের নিয়ে পটুয়াখালীতে যাচ্ছিলাম। এ সময় লোহালিয়া খেয়াঘাট এলাকায় নৌকার প্রার্থী কবির তালুকদার ও তার ছোট ভাই লাবু তালুকদারসহ ২০ থেকে ৩০ জন দুর্বৃত্ত আমাদের ধাওয়া করে। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায় তারা।

ওসি মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নৌকা প্রার্থীর ছোট ভাইকে লাবুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে আনা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পটুয়াখালী সদর থানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।