ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৯, অক্টোবর ২৯, ২০২১
পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু প্রতীকী ছবি

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উজ্জ্বল (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার চন্দনবাড়ী বাজারে এ ঘটনা ঘটে।

 

উজ্জ্বল জেলার দেবীগঞ্জ উপজেলার কালিয়াগঞ্জ মাটিয়ারপাড়ার হোসেন আলীর ছেলে।

জানা গেছে, সন্ধ্যায় চন্দনবাড়ী বাজারে বিদ্যুতের মেন লাইনের ওপর উঠে ডিস লাইনের সংযোগের তার পার করছিলেন উজ্জ্বল। এ সময় অসাবধানবশত বিদ্যুতের তারে হাত পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে মাটিতে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।