ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

তাহিরপুরে ৩ লাখ রুপিসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৯, অক্টোবর ২৯, ২০২১
তাহিরপুরে ৩ লাখ রুপিসহ যুবক আটক

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুরে তিন লাখ ভারতীয় রুপিসহ মো. শরীফ (৩৮) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে বিরেন্দ্রনগর বিওপির একটি বিশেষ টহল দল উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বিরেন্দ্রনগর এলাকা থেকে তাকে আটক করে।

আটক শরীফ নেত্রকোনার কমলাকান্দ উপজেলার বটতলা গ্রামের মো. জামাল মিয়ার ছেলে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক তসলিম এহসান বিকেলে বাংলানিউজকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক যুবকের কাছ থেকে তিন লাখ ভারতীয় রুপি ছাড়াও দেড় লাখ টাকা, একটি মোটরসাইকেল ও একটি মোবাইলসহ তিনটি সিমকার্ড জব্দ করা হয়। তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্হা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।