ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

শেখ হাসিনার সরকার সাংবাদিকবান্ধব সরকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২০, অক্টোবর ২৯, ২০২১
শেখ হাসিনার সরকার সাংবাদিকবান্ধব সরকার

পিরোজপুর: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনার সরকার সাংবাদিকবান্ধব সরকার। দেশের সাংবাদিক সমাজ ও সংবাদপত্র শিল্পের উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকার যা করেছে তা সাংবাদিকদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর নবনির্বাচিত সভাপতি ওমর ফারুক এবং যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশীদের সঙ্গে পিরোজপুর প্রেসক্লাবের সদস্যদের শুভেচ্ছা বিনিময় উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, বাংলাদেশ আজ যেমন উন্নয়নের আলোক বর্তিকা সামনে ধরে বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে আমাদের পিরোজপুরও তাই হবে। পিরোজপুর জেলাও বাংলাদেশের মধ্যে হবে একটা উন্নয়নের, শান্তিপ্রিয় এবং সাম্প্রদায়িক  সম্প্রীতির রোলমডেল। এসময় মন্ত্রী সাংবাদিকদের দেশের উন্নয়নের কথা, অনিয়মের কথা, দুর্নীতির কথাসহ সম্ভাবনার কথা তুলে ধরার আহ্বান জানান।

বিএফইউজে সভাপতি ওমর ফারুক তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, বিগত দিনের মতো সাংবাদিকদের অধিকারের লড়াইয়ে দেশের সকল সাংবাদিকদের সঙ্গে নিয়ে আমরা এক সঙ্গে এগিয়ে যাবো।

পিরোজপুর প্রেসক্লাবের এডহক কমিটির আহ্বায়ক গৌতম নারায়ন রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, বিএফইউজে এর নবনির্বাচিত মহাসচিব ওমর ফারুক, যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশীদ, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হোসেন।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।