ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

রাজধানীর কেমিক্যাল ড্রামে শ্রমিক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০১, অক্টোবর ২৮, ২০২১
রাজধানীর কেমিক্যাল ড্রামে শ্রমিক নিহত

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে তিব্বত কারখানায় কেমিক্যাল ড্রামে শফিকুল ইসলাম (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুর ১টার দিকে একটি ড্রাম থেকে পড়ে যান শফিকুল।

পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। দুপুর পৌনে ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শফিকুলের সহকর্মী আলমগীর হোসেন বলেন, তারা তিব্বত কোম্পানিতে শ্রমিকের কাজ করেন। বৃহস্পতিবার সকাল থেকে কেমিক্যাল ড্রামে স্টিকার লাগানোর কাজ করছিলেন। স্তুপ করা ড্রামে স্টিকার লাগানোর সময় হঠাৎ পা পিছলে নিচে আরেক ড্রামে পড়ে যান শফিকুল। গুরুতর আহত অবস্থায় সেখান থেকে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলমগীর আরও বলেন, তারা তেজগাঁও পূর্ব নাখালপাড়ায় থাকেন। শফিকুলের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায়।  
 
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আবদুল খান বলেন, মরতদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি তেজগাঁ শিল্পাঞ্চল থানায় অবহিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
এজেডএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।