ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

হয়রানির অভিযোগ এনে ওষুধের দোকানে ধর্মঘট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫২, অক্টোবর ২৫, ২০২১
হয়রানির অভিযোগ এনে ওষুধের দোকানে ধর্মঘট

মাদারীপুর: মাদারীপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নামে হয়রানির অভিযোগে এনে অনির্দিষ্টকালের জন্য ওষুধের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা।  

সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় শহরের কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শহরের কলেজ রোড এলাকার সিনহা ফার্মেসিতে গ্রাম্য ডাক্তার ও সত্ত্বাধিকারী আলী আজম সরদার বিভিন্ন জটিল রোগের চিকিৎসা দিচ্ছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সেখানে অভিযানে যান জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের বিচারক মানোয়ার হোসেন। এ সময় প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী আলী আজম সরদার অনুপস্থিত ছিলেন। পরে ফার্মেসিটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এরই প্রতিবাদে শহরের সব ওষুধের দোকান বন্ধ করে বিক্ষোভ করে ব্যবসায়ীরা।

কলেজ রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় তারা, ভ্রাম্যমাণ আদালতে অংশ নেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের অপসারণ দাবি করেন। পাশাপাশি বার বার ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ওষুধ ব্যবসায়ীদের জরিমানা ও হয়রানি বন্ধের দাবি জানান।

জেলার এক ওষুধ ব্যবসায়ী বলেন, ‘আমরা তো অবৈধ ব্যবসা করি না। আমরা ট্যাক্স দেই। আমরা সবাই মিলে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এখন প্রশাসন যদি আমাদের সঙ্গে বসে একটা সুষ্ঠু সমাধান করে তাহলেই আমরা আবার ব্যবসা শুরু করব। ’

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মাদারীপুর শাখার সাধারণ সম্পাদক সাকিব হাসান অভিযোগ করে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের নামে বার বার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওষুধ ব্যবসায়ীদের জরিমানা ও হয়রানি করছে। এ অভিযান বন্ধ করা না হলে, অনির্দিষ্টকালের জন্য ওষুধের দোকান বন্ধ রাখা হবে।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।