ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

কুড়িগ্রামে চোরাই অটোরিকশাসহ গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৫, অক্টোবর ২৫, ২০২১
কুড়িগ্রামে চোরাই অটোরিকশাসহ গ্রেফতার ৩ কুড়িগ্রামে চোরাই অটোরিকশাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় চোরাই দু’টি অটোরিকশাসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।  

সোমবার (২৫ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (২৪ অক্টোবর) রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- উপজেলার সদর ইউনিয়নের নলেয়া গ্রামের হৃদয় বাবু (১৯), পাইকেরছড়া গ্রামের আশরাফ আলী (১৯) ও নাগেশ্বরী উপজেলার ফকিরের হাট এলাকার রমজান আলী ওরফে বাবু (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাগেশ্বরী উপজেলার কচাকাটার টেপারকুটি গ্রামের আউয়ালের অটোরিকশাটি শনিবার (২৩ অক্টোবর) ভুরুঙ্গামারী বাজার থেকে হারিয়ে যায়। পরে রোববার বিকেলে ভুরুঙ্গামারী বাস স্ট্যান্ড এলাকায় অটোরিকশাটির সামনের গ্লাস বিক্রি করার সময় হৃদয় বাবুকে গ্রেফতার করে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী রোববার রাতেই পুলিশ অভিযান চালিয়ে চোর চক্রের অপর দুই সদস্য আশরাফ আলী ও রমজান আলী ওরফে বাবুকে গ্রেফতার করে। এ সময় দু’টি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়।  

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। তিন সদস্যকে গ্রেফতারের পর সোমবার আদালতে চালান করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

চক্রটি দীর্ঘদিন ধরে অটোরিকশা চুরি করে বডি ও পার্টস খুলে পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলায় বিক্রি করতো বলেও জানান ওসি আলমগীর।  

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
এফইএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।