ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

ফরিদপুরে প্রতীকী অনশন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৫, অক্টোবর ২১, ২০২১
ফরিদপুরে প্রতীকী অনশন প্রতীকী অনশন

ফরিদপুর: সাম্প্রদায়িক হামলার ঘটনায় প্রতিবাদ এবং দোষীদের গ্রেফতারের দাবিতে ফরিদপুর প্রেসক্লাবের সামনে প্রতীকী অনশন করা হয়েছে।  

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ‘ফরিদপুর সর্বস্তরের জনগণ’র ব্যানারে এ অনশনের আয়োজন করা হয়।

 

কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার ঘটনায় প্রতিবাদ এবং দোষীদের গ্রেফতারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

এতে সভাপতিত্ব করেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল হোসেন সিদ্দিকী।  

প্রতীকী অনশনে বক্তব্য রাখেন নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, বন্ধু কিশোর ব্রহ্মচারী, তাহিয়্যাতুল জান্নাত, শুভঙ্কর পাল।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান। অনুষ্ঠানের মধ্যে জাগরণী গান প্রচার করা হয়।

এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এ সময় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।