ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

দেশে এলো সিনোফার্মের ৫৫ লাখ টিকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৬, অক্টোবর ২১, ২০২১
দেশে এলো সিনোফার্মের ৫৫ লাখ টিকা

ঢাকা: মহামারি করোনা প্রতিরোধে জনগণকে টিকা দেওয়া হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিয়মিত টিকা আনছে সরকার।

তারই ধারাবাহিকতায়  চীন থেকে কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের আরও ৫৫ লাখ টিকা দেশে এসে পৌঁছেছে।  

বৃহস্পতিবার (২১ অক্টোবর ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হত, বুধবার মধ্যরাতে (২১ অক্টোবর) রাত ১টা ৪০ টায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিনোফার্মের ৫৫ লাখ ডোজ ভ্যাক্সিন দেশে এসেছে।

এর আগে সোমবার ( ১৮ অক্টোবর) রাত ১১ টায় চীনের সিনোফার্মের ১০ লাখ ডোজ এবং রাত ১২ টায় নেদারল্যান্ডস থেকে অ্যাস্ট্রেজেনেকার আরও ১০ লাখ ডোজ ভ্যাক্সিন দেশে এসেছে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১ 
আরকেআর/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।