ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

আখাউড়ায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫১, অক্টোবর ২১, ২০২১
আখাউড়ায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ধাক্কায় লাভলী ইয়াসমিন (৪২) নামের এক নারীর মৃত্যু হয়েছে।  

বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরের খরমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লাভলী পৌর শহরের দুর্গাপুর গ্রামের সোলেমান মিয়ার মেয়ে ও জেলার আশুগঞ্জ উপজেলার চর চারতলা গ্রামের আব্দুর হাসিমের স্ত্রী।  

রেলওয়ে পুলিশ জানায়, লাভলী তার এক আত্মীয়কে ট্রেনে তুলে দিয়ে খরমপুর এলাকায় ঘুরতে যান। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালোনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজারুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ০১৫২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।