ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

বড়শির আইড় মাছ বিক্রি ৮ হাজার টাকায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৩, অক্টোবর ১৯, ২০২১
বড়শির আইড় মাছ বিক্রি ৮ হাজার টাকায়

বরগুনা: বড়শি দিয়ে ধরা একটি আইড় মাছ বরগুনা পৌর মাছ বাজারে ৮ হাজার টাকায় বিক্রি হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বরগুনা জেলার বৃহত্তম মাছ বাজারে এই ঘটনা ঘটেছে।

ওই আইড় মাছটির ওজন ছিল ৬ কেজি।

মাছ ব্যবসায়ীরা জানান, বাজারে প্রায়ই ৬ কেজি ওজনের আইড় মাছ দেখা যায়, কিন্তু বড়শি দিয়ে ৬ কেজি ওজনের আইড় মাছ শিকার এই প্রথম। বাজারে মূল আকর্ষণই হয়ে ওঠে বড়শি দিয়ে ধরা আইড় মাছ।

বাজার সূত্রে জানা গেছে, সদর উপজেলার বদরখালী ইউনিয়নের আবু কালাম নামে এক জেলে রাতে বড়শি দিয়ে ৬ কেজি ওজনের আইড় মাছটি ধরেন। সকালে মাছটি বিক্রির উদ্দেশ্যে বরগুনা পাইকারি মাছ বাজারে নিয়ে আসেন তিনি।

ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বড়শিতে ধরা মাছটি দেখার জন্য এসেছেন তারা।

মাছ ব্যবসায়ী দেলোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, এই ওজনের আইড় মাছ  নিষেধাজ্ঞার আগে নদীতে সব সময় পাওয়া যেতো। কিন্তু মা ইলিশ রক্ষায় সাগরে ও নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা চলায় দীর্ঘদিন পরে ছোট খালে বড়শিতে বড় আকারের মাছ পাওয়া গেল।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
এমএমজেড

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।