ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

তারাকান্দায় বাস-ট্রাক সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪১, অক্টোবর ১৯, ২০২১
তারাকান্দায় বাস-ট্রাক সংঘর্ষে আহত ১০

ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছে।  

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার কোদালধর বাজারে এই দুর্ঘটনা ঘটে।

 

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  তবে তাৎক্ষণিক ভাবে তাদের নাম জানা যায়নি।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বাংলানিউজকে এ তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শেরপুর থেকে ঢাকাগামী কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতির একটি বাসের সঙ্গে ময়মনসিংহ থেকে ফুলপুরগামী হাজী সাত্তার এন্টারপ্রাইজের একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ১০ জন আহত হয়।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।