ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

৪৩তম বিসিএস: ১৭৭ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪০, অক্টোবর ১৮, ২০২১
৪৩তম বিসিএস: ১৭৭ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

ঢাকা: ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় দায়িত্ব পালনের জন্য প্রশাসন ক্যাডারের ১৭৭ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা দিয়ে নিয়োগ দেওয়া হয়।

এতে বলা হয়, ‘কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’ অনুযায়ী এই কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে তাদের নিয়োগ দেওয়া হলো।

আগামী ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২৯ অক্টোবর সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকার ১৬৭টি কেন্দ্রে এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে। পরীক্ষাকেন্দ্রের ভেতরে ও বাইরের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় প্রতিটি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। ১০ জন ম্যাজিস্ট্রেট অতিরিক্ত নিয়োগ দেওয়া হয়েছে।

ম্যাজিস্ট্রেটদের আগামী ২৯ অক্টোবর ভোর সাড়ে ৪টায় পিএসসিতে রিপোর্ট করতে হবে।

বাংলাদেশ সময়: ২৩৩৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।