ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০১, অক্টোবর ১৮, ২০২১
কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় রবিউল ইসলাম (৩১) নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন।

সোমবার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের শাহপুর গ্রামের সোলাইমান মিয়ার ছেলে। তিনি গাজী পাম্প মোটরসের মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, রবিউল সোমবার দুপুরে বিজয়নগর উপজেলা থেকে মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন। পথে ইসলামাদ এলাকায় সিলেটগামী কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।  

খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজালাল আলম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।