ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

বান্দরবানে ৪ কোটি টাকার আফিমসহ নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০১, অক্টোবর ১৮, ২০২১
বান্দরবানে ৪ কোটি টাকার আফিমসহ নারী আটক জব্দকৃত আফিম

বান্দরবান: বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় র‌্যাব ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে ৩ কেজি ৭০০ গ্রাম আফিমসহ য়ইচিংনু মারমা (৫৬) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে।

রোববার (১৭ অক্টোবর) সন্ধ্যায় বান্দরবান-রোয়াংছড়ি সড়কের রামজাদী এলাকায় থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, রোয়াংছড়ি থেকে এক নারী আফিম নিয়ে বান্দরবানের দিকে যাচ্ছেন, এমন সংবাদ পায় আইন-শৃঙ্খলা বাহিনী। পরে চট্টগ্রাম র‌্যাব-৭ এর মেজর মেহেদী হাসান ও সেনাবাহিনী-২৬ বীর ক্যাপ্টেন শিহান মনিরের নেতৃত্বে একটি আভিযানিক দল বান্দরবানগামী একটি লোকাল বাসে অভিযান চালিয়ে ওই নারীকে (য়ইচিংনু) আটক করে।

জব্দকৃত আফিমের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৭০ লাখ টাকা।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বাংলানিউজকে জানান, আটক ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।