ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

শেখ রাসেলের জন্মদিনে মুকসুদপুরে তালের চারা রোপণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩২, অক্টোবর ১৮, ২০২১
শেখ রাসেলের জন্মদিনে মুকসুদপুরে তালের চারা রোপণ তালের চারা রোপণ কর্মসূচি

গোপালগঞ্জ: ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’- এ স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে শতাধিক তাল গাছের চারা রোপণ করা হয়েছে।  

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে সোমবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এ চারা রোপণ করা হয়।

এ কর্মসূচির আয়োজন করে মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

কর্মসূচিতে মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রহমান রাশেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
 
উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহম্মেদ বাংলানিউজকে জানান, মুকসুদপুরের সব ইউনিয়নে কর্মরত উপ-সহকারী কৃষি অফিসাররা তাদের ব্লক এরিয়াজুড়ে তালের চারা রোপণ করেছেন। মুকসুদপুর উপজেলা কৃষি অফিসারের নির্দেশনায় এ কর্মসূচির অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।