ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ আটক এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৯, অক্টোবর ১৭, ২০২১
চুয়াডাঙ্গায় অস্ত্রসহ আটক এক

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় একটি ওয়ান শ্যুটার গানসহ লাল্টু মিয়া নামে একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

রোববার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৬।

এর আগে শনিবার রাতে সদর উপজেলার জালশুকা এলাকা থেকে তাকে আটক করা হয়।  

লাল্টু মিয়া (২৭) সদর উপজেলার দর্শনা থানার আকন্দবাড়িয়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সদর উপজেলার ডিঙ্গেদহ-দর্শনা সড়কের জালশুকা এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে লাল্টু মিয়াকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে একটি ওয়ান শ্যুটার গান ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।