ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

খিলগাঁওয়ে নদীতে যুবকের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩২, অক্টোবর ১৭, ২০২১
খিলগাঁওয়ে নদীতে যুবকের মরদেহ

ঢাকা: রাজধানীর খিলগাঁও ত্রিমোহনী এলাকার নড়াই নদী থেকে বছরের এক যুবকের (৩২) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ অক্টোবর) খিলগাও থানার উপ-পরিদর্শক (এসআই) সিহাব বাহদুরের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার স্থানীয়দের থেকে খবর পেয়ে ত্রিমোহনী এলাকার নড়াই নদী থেকে ওই ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। মর্গে প্রতিবেদন দেখে মৃত্যুর কারণ জানা যাবে।  

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
এজেডএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।