ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

সিলেটে বাস খাদে পড়ে আহত ১৫

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৬, অক্টোবর ১৬, ২০২১
সিলেটে বাস খাদে পড়ে আহত ১৫ ছবি: বাংলানিউজ

সিলেট: চালকের অসচেতনতায় সিলেট-ঢাকা মহাসড়কে একটি বাস খাদে পড়ে ১৫ যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

শনিবার (১৬ অক্টোবর) মহাসড়কের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সুনামগঞ্জের ছাতকগামী একটি বাস ৪৫ জন যাত্রী নিয়ে রওনা হয়। ঘটনাস্থলে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত ১৫জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

ওসামনীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বাংলানিউজকে বলেন, বাসটি কাদামাটিতে পড়ায় যাত্রীরা বেঁচে গেছেন।

তিনি বলেন, মহাসড়কে চালকরা চোখে ঘুম নিয়ে বাস চালানোর কারণে বেশি দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনাটিও একই কারণে ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১
এনইউ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।