ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

বিবিএস অ্যাসোসিয়েশনের সভাপতি সুবব্রত, সম্পাদক মহিউদ্দিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৪, ফেব্রুয়ারি ১৩, ২০২১
বিবিএস অ্যাসোসিয়েশনের সভাপতি সুবব্রত, সম্পাদক মহিউদ্দিন

ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ক্যাডার অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচনে সভাপতি পদে বিবিএস-এর উপমহাপরিচালক ঘোষ সুবব্রত এবং সাধারণ সম্পাদক পদে পুনরায় উপপরিচালক মহিউদ্দিন আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) অডিটোরিয়ামে বিসিএস (পরিসংখ্যান) ক্যাডার অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচন ২০২১ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ভোটাররা সরাসরি ভোটদানের পাশাপাশি প্রথম বারের মতো অনলাইনেও ভোটাধিকার প্রয়োগ করেন।

এ নির্বাচনে ২১ সদস্য বিশিষ্ট নির্বাচিত কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বিবিএস যুগ্মপরিচালক আমজাদ হোসেন সহ-সভাপতি হয়েছেন। বিবিএস উপপরিচালক মো. আরিফ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক ও বিবিএস উপপরিচালক মো. নাজমুল হক সাংগাঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
এমআইএস/এমজেএফ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।