ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থী নিহত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৬, ফেব্রুয়ারি ১৩, ২০২১
সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থী নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়: নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ সেশন ও শহীদুল্লাহ হলের শিক্ষার্থী মেহেদী হাসান শান্ত নিহত হয়েছেন।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল নেওয়া হলে বিকেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাবির শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন রিফাত বাংলানিউজকে বলেন, মেহেদী হাসান শান্তর মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বাংলানিউজকে বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আমরা শোক প্রকাশ করছি এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
এসকেবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।