ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

সাভারে পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৯, ফেব্রুয়ারি ১০, ২০২১
সাভারে পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাভার (ঢাকা): সাভারের হেমায়েতপুরে খুশি খাতুন (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে হেমায়েতপুরের হরিণধরা এলাকার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত খুশি খাতুন সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার পার খুকশিয়া গ্রামের বেলাল শেখের মেয়ে। খুশী তার স্বামী রুবেলের সঙ্গে হরিণধরা এলাকায় ভাড়া বাসায় থেকে পার্শ্ববর্তী স্টারলিং কারখানায় সুইং অপারেটর হিসেবে কাজ করতেন। তার স্বামী অটোরিকশা চালান।  

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব দাস বাংলানিউজকে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী রুবেল পলাতক রয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।