ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

কিউকম-ফোস্টার গেটওয়ে গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৫, জুলাই ২৭, ২০২৫
কিউকম-ফোস্টার গেটওয়ে গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার দাবি জাতীয় প্রেসক্লাবের ভুক্তভোগীদের মানববন্ধন

ঢাকা: ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ও ফোস্টার গেটওয়ের সিও রিপন ও ম্যানেজার তানভীরকে গ্রেপ্তার এবং প্রতিষ্ঠানের গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

রোববার (২৭ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।

এ সময় ভুক্তভোগীরা বলেন, ২০২১ সালে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম তাদের প্রতিষ্ঠানের পরিচিতি লাভের জন্য মোটরসাইকেল,সাইকেল,এসি, টিভি ফ্রীজ,ওয়াশিংমেশিনসহ নানা পণ্যের ওপর ৭ ও ১৫ দিনের মূল্য ছাড়ের ঘোষণা দেন। এ সুযোগ লুফে নিতে দেশের বিভিন্ন অঞ্চলের শতশত গ্রাহকরা মূল্য ছাড়ের পণ্য পাওয়ার আশায় প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা দেন। কিন্তু আজ প্রায় পাঁচ বছর হলো তাদের পণ্য দেওয়া হয়নি। এমনকি বারবার বলা সত্ত্বেও টাকাও ফেরত দিচ্ছে না।

তারা বলেন, এ  প্রতিষ্ঠানের সিও যখন যেই দল ক্ষমতায় থাকে তাদের সঙ্গে আঁতাত করে। সে সরকারের নেতাদের টাকা-পয়সা দিয়ে তাদের ক্ষমতা ব্যবহার করে শতশতকোটি টাকা আত্মসাৎ করে। আমাদের মতো গরিব অসহায়দের টাকা মেরে খায়। তার প্রতিষ্ঠানে গেলে বিভিন্ন রকম ভয় ভীতি দেখানো হয়।

ভুক্তভোগী সজল বলেন, ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের সিও রিপন  ও ফোস্টার গেটওয়ের সিও তানভীর বিগত আওয়ামী লীগের দোসর। তারা নিরীহ মানুষকে কম মূল্যে পণ্য দিবে বলে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। অনেকে ঋণ নিয়ে,টাকা ধার-দেনা করে টাকা জমা দিয়েছে। এখন কয়েক বছর ঘুরিয়ে পণ্য দেবে তো দূরের কথা, টাকাও ফেরত দিচ্ছে না। তাই বাধ্য হয়ে আমরা প্রেসক্লাবে মানববন্ধন করতে এসেছি।

আরেক ভুক্তভাগী জুলহাস বলেন, সবাই কম দামে পণ্য কিনতে আগ্রহী। কিউকম যখন ডিসকাউন্টে পণ্য দিবে বলে ঘোষণা দেয় তখন আমরা তাদের অ্যাকাউন্টে টাকা জমা দেই। বলা হয়েছে ছিলে ৭ দিনের মধ্যে পণ্য ডেলিভারি দিবে, তানা হলে ১৫ দিনের মধ্যে টাকা ফেরত দিয়ে দিবে। । কিন্তু আজ ৫ বছর হলো পণ্য দিচ্ছে না, টাকাও দিচ্ছে না। এখন মনে হচ্ছে তারা নিরীহ জনগণের সঙ্গে প্রতারণা করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। আমরা এ প্রতিষ্ঠানের সিও রিপন ও ম্যানেজার তানভীরের গ্রেপ্তার ও দ্রুত সব গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার দাবি জানাচ্ছি।

ডিএইচবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।