ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

জাতীয়

কুষ্টিয়ার সেই এসপি বদলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৬, ফেব্রুয়ারি ৮, ২০২১
কুষ্টিয়ার সেই এসপি বদলি এসএম তানভীর আরাফাত

কুষ্টিয়া:  কুষ্টিয়ার আলোচিত পুলিশ সুপার (এসপি) এসএম তানভীর আরাফাতকে বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার হিসেবে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।  

কুষ্টিয়ার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার মো. খাইরুল আলমকে পদায়ন করা হয়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

নতুন এসপি মো. খাইরুল আলমসম্প্রতি অনুষ্ঠিত ভেড়ামারা পৌরসভা নির্বাচনে এক বিচারিক হাকিমের সঙ্গে দুর্ব্যববহার করে আলোচিত হন তানভীর আরাফাত। ওই ঘটনায় হাইকোর্ট কুষ্টিয়ার এসপি এসএম তানভীর আরাফাতকে তলব করেন। সেখানে তিনি ‘অসৌজন্যমূলক’ আচরণের জন্য অনুতপ্ত হয়ে নিঃশর্ত ক্ষমা চান।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ