ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে তুহিন হত্যা মামলায় গ্রেফতার ৭ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৬, জানুয়ারি ২৬, ২০২১
চাঁপাইনবাবগঞ্জে তুহিন হত্যা মামলায় গ্রেফতার ৭  গ্রেফতার সাতজন

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে তুহিন হত্যা মামলায় জড়িত সাত আসামিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) আফজাল হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

সোমবার (২৫ জানুয়ারি) দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতাররা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কাশিয়াবাড়ী এলাকার মৃত হাজী আ. রহমানের ছেলে মো. মিজানুর রহমান (৪৮), মৃত ওয়ারেশ আলী মণ্ডলের দুই ছেলে আজগর আলী ওরফে মেকচার (৫২) ও আরাম আলী (৫০), মৃত নবীরুল ইসলাম মো. সালাউদ্দিন (৩৫), আবুল কালাম মো. নয়ন আলী (২৬), বাটাগ্রামের মৃত সাইফুদ্দিন মণ্ডলের ছেলে রবিউল ইসলাম খুদি (৫৯) ও মৃত গিয়াস উদ্দিন মোল্লার ছেলে মো. তাজেমুল ওরফে জেদনা (৫৫)।

সিআইডি সূত্রে জানা যায়, পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে হত্যার ঘটনায় মামলাটি (যার মামলা নং- ০৩) গত বছরের ০২ মে নিহতের বড় ভাই দায়ের করে। পরে মামলাটি তদন্তের দায়িত্ব পায় সিআইডি। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাতে অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ওই সাত আসামিকে গ্রেফতার করা হয়।  

এএসপি আফজাল হোসেন জানান, গ্রেফতারদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।