ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

যাত্রীবাহী লঞ্চ শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫১, জানুয়ারি ২৫, ২০২১
যাত্রীবাহী লঞ্চ শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

ঢাকা: দুই শ্রমিকের জামিনের সহযোগিতার আশ্বাসে যাত্রীবাহী লঞ্চের শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

সোমবার (২৫ জানুয়ারি) সদরঘাটে বিআইডব্লিটিএ চেয়ারম্যান ও শ্রমিক নেতাদের বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহার করা হয়।

লঞ্চ দুর্ঘটনার এক মামলায় দু’জন মাস্টারকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে সকাল থেকে সারাদেশে যাত্রীবাহী লঞ্চে কর্মবিরতি শুরু করে যাত্রীবাহী নৌ-শ্রমিকরা।

প্রতিবাদে ঢাকা, বরিশাল ও চাঁদপুর ঘাট থেকে সব যাত্রীবাহী লঞ্চ সরিয়ে ফেলা হয়।

নৌযান শ্রমিক ফেডারেশনের নেতা আশিকুল আলম জানান, জামিনযোগ্য মামলায় জামিন না হওয়ায় শ্রমিকেরা কাজ করছিলেন না।

অ্যাডভেঞ্চার লঞ্চের দুর্ঘটনায় ওই মামলা হয়েছিল বলে জানান আশিকুল।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।