ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, অপরাধীদের যেন কোনোভাবেই ছাড় না দেওয়া হয়। তাদের কঠোরভাবে দমন করতে হবে।
ঢাকা মহানগরে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন নিশ্চিত করতে পেশাদারিত্ব, আন্তরিকতা ও দায়িত্ববোধের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানান ডিএমপি কমিশনার।
মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘জুন-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা’ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, প্রতিটি ইউনিট প্রধানের প্রধান দায়িত্ব হলো নিজের ইউনিটকে দক্ষতা ও শৃঙ্খলার সঙ্গে পরিচালনা করা। সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও নির্দেশনা দেন নিয়মিত টহল জোরদার করতে হবে। চেকপোস্ট কার্যক্রম শক্তিশালী করতে হবে। মামলার তদন্ত ও নিষ্পত্তির হার বাড়াতে হবে। চোরাই যানবাহন ও মাদক উদ্ধার কার্যক্রমে গতি আনতে হবে। ওয়ারেন্ট তামিলে আরও তৎপর হতে হবে।
সভায় ঢাকা মহানগরে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।
সভায় অন্যান্য পুলিশ কর্মকর্তা তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন।
এজেডএস/এএটি