ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

মেহেরপুরে ২৬ পরিবার পাচ্ছে ঘর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৯, জানুয়ারি ২১, ২০২১
মেহেরপুরে ২৬ পরিবার পাচ্ছে ঘর

মেহেরপুর: মুজিব শতবর্ষে মেহেরপুরে ২৬ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন ঘর।  

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে ‘জমি ও গৃহ প্রদান’ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।

মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌফিকুর রহমান, (রাজস্ব) তুষার কান্তি পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাফিজ-আল-আসাদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মুজাহিদুল ইসলাম, আর,ডি সি কাজী অনিক ইসলাম, সহকারী কমিশনার নাহিদ হোসেনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
 
মুজিব শতবর্ষে মেহেরপুরে ২৬ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার এক লাখ ৭১ হাজার টাকা ব্যয় সাপেক্ষ ২৬ জনের মাঝে ঘর দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।