ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

জাতীয়

মিডিয়াকমের সিইও অজয় কুমার কুণ্ডুর মায়ের প্রয়াণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৭, জানুয়ারি ১৭, ২০২১
মিডিয়াকমের সিইও অজয় কুমার কুণ্ডুর মায়ের প্রয়াণ মিনতি কুণ্ডু

ঢাকা: মিডিয়াকম লিমিটেডের চিফ অপারেটিং অফিসার অজয় কুমার কুণ্ডুর মা মিনতি কুণ্ডু মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

 

শনিবার (১৬ জানুয়ারি) দিনগত রাত আনুমানিক ১টার দিকে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যান তিনি।  

কিছুদিন ধরে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রোববার (১৭ জানুয়ারি) তার নিজ বাড়ি শাহজাদপুরে শেষকৃত্য সম্পন্ন করা হবে।  

এনটিভির হেড অব মার্কেটিং অঞ্জন কুমার কুণ্ডু, এটিএন বাংলার বিক্রয় ও বিপণন বিভাগের উপ-ব্যবস্থাপক চন্দন কুমার কুণ্ডু ও বাংলা টিভির মার্কেটিং ইনচার্জ চয়ন কুমার কুণ্ডুসহ মৃত্যুকালে তিনি সাত ছেলে, এক মেয়ে রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।