ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

জাতীয়

আদালত প্রাঙ্গণে সাংবাদিককে হেনস্তা করলেন পুলিশ কর্মকর্তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৪, জুলাই ৬, ২০২৫
আদালত প্রাঙ্গণে সাংবাদিককে হেনস্তা করলেন পুলিশ কর্মকর্তা অভিযুক্ত এএসআই মাজহার

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার সামনে বাংলানিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার তোফায়েল আহমেদের ওপর হামলার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। রোববার (৬ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।

সাংবাদিক তোফায়েল অভিযোগ করেন, রোববার বিকেলে সংবাদ সংগ্রহ করতে সিএমএম আদালতে গেলে হাজতখানার গেটে ভিডিও করছেন কেন, এমন প্রশ্ন তুলে মোবাইল ফোন ছিনিয়ে নেন এএসআই মাজহার। পরে মোবাইল চাইতে গেলে ওই পুলিশ কর্মকর্তা তাকে শারীরিকভাবে লঞ্ছিত করেন।  

এ ঘটনায় হাজতখানার ইনচার্জ (ইনসপেক্টর) মো. কামরুল দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের বলেন, এ ঘটনা অনাকাঙ্ক্ষিত। গণমাধ্যমকর্মীদের কাজে ব্যাঘাত ঘটানো পুলিশের কাজ না। প্রসিকিউশনের পক্ষ থেকে বিষয়টি দেখতে বলা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় আদালতে কর্মরত সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত দোষী পুলিশ কর্মকর্তার শাস্তির দাবি জানিয়েছেন সংবাদকর্মীরা।

এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।