ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

জাতীয়

কারবালা স্মরণে মিরপুরে তাজিয়া মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৩, জুলাই ৬, ২০২৫
কারবালা স্মরণে মিরপুরে তাজিয়া মিছিল ছবি: জিএম মুজিবুর

ঢাকা: আশুরার দিন কারবালার প্রান্তরে হযরত ইমাম হোসাইন (রা.)-এর শাহাদাত স্মরণে রাজধানীর মিরপুরে তাজিয়া মিছিল বের হয়েছে।

রোববার (৬ জুলাই) দুপুরে মিরপুর ১১ নম্বর এলাকা থেকে মিছিলটি শুরু করে ভাসানী মোড় হয়ে কালশীর দিকে এগোতে থাকে।

এই তাজিয়া মিছিলে অংশ নিতে দুপুর ১২টার পর থেকে মিরপুর ১১ নম্বরের ভাষানীর মোড় এলাকায় ভিড় হতে থাকে।

তাজিয়া মিছিলে বেশিরভাগ পুণ্যার্থীরা পাঞ্জাবি ও টুপি পরে আসেন। পাশাপাশি তাদের হাতে ছিল কালো, সাদা, সবুজ, লাল রঙের নিশান। মিছিলে পড়া হচ্ছে দরুদ শরীফ। খাওয়ানো হচ্ছে শরবত।  

তাজিয়া মিছিলে আসা মো. আবুল কালাম বাংলানিউজকে বলেন, আমরা বেলা ১২টার পর তাজিয়া মিছিল নিয়ে বের হয়েছি। সন্ধ্যার পরও কিছু মিছিল বের হবে। ওইসব মিছিলে ঢোল বাজানোর সঙ্গে সঙ্গে দেখানো হতে পারে খেলা। আমরা হাসান-হোসাইনকে আমাদের জীবনের থেকেও বেশি ভালোবাসি। প্রতি বছরের মতো এবারও আমরা মিছিল নিয়ে বের হয়েছি।  

এর আগে সকাল ১০টার দিকে রাজধানীর ৪০০ বছরের পুরনো হোসনি দালান থেকে শোকের আবহে তাজিয়া মিছিল বের হয়। মিছিলটি হোসনি দালান ইমামবাড়া থেকে রাজধানীর আজিমপুর, নীলক্ষেত, নিউমার্কেট, সায়েন্সল্যাব ঘুরে ধানমন্ডি গিয়ে শেষ হবে।

আশুরা মুসলিম উম্মাহর জন্য এক শোকাবহ দিন। এদিন কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (রা.) ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। এ ঘটনা স্মরণে শিয়া সম্প্রদায়ের লোকজন প্রতিবছর মহররমের ১০ তারিখে এই তাজিয়া মিছিলের আয়োজন করে থাকেন।

এছাড়া ইসলামের ইতিহাসে আরও নানা ঘটনার জন্য আশুরা স্মরণীয়। এদিন অনেকে নিজ পরিবারের সদস্যদের কবর জিয়ারত করছেন।

জিএমএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।