ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১২, জানুয়ারি ৯, ২০২১
সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু ফাইল ছবি

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন।  

শনিবার (০৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শহরের হাতিখানা মহুয়াগাছ এলাকায় এ ঘটনা ঘটেছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় খুলনা থেকে নীলফামারীর চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর থেকে সৈয়দপুর স্টেশনে যাচ্ছিল। পথে হাতিখানা মহুয়াগাছ এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়।  

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বাংলানিউজকে জানান, নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) বিষয়টি জানানো হয়েছে। তারা এসে যুবকের ফিঙ্গার প্রিন্ট নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করবে। ময়নাতদন্তের জন্য মরদেহ নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানোর হবে।  

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।