ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৭, ডিসেম্বর ২১, ২০২০
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগ্লু

ঢাকা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগ্লু আগামী মঙ্গলবার (২২ ডিসেম্বর) ঢাকায় আসছেন। সোমবার (২১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগ্লু দু’দিনের সফরে ঢাকা আসছেন। আগামী বুধবার (২৩ ডিসেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া ঢাকার তুরস্কের নতুন ভবন উদ্বোধন করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তার বৈঠক হতে পারে।

গত ১৩ সেপ্টেম্বর আঙ্কারায় বাংলাদেশ মিশনে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করতে তুরস্ক সফর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ