ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

জাতীয়

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫০, ডিসেম্বর ১৪, ২০২০
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা আলোচনা সভার একাংশ। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) শ্রীমঙ্গল উপজেলা পরিষদ হলরুমে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নজরুল ইসলাম।

সভায় বিভিন্ন পেশাজীবী ও উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার আহমেদ, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. হরিপদ রায়, সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, তহিরুল ইসলাম মিলন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
বিবিবি/এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।