ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

জাতীয়

আওয়ামী লীগ-অঙ্গ সংগঠনের ৩ সদস্য গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩২, জুলাই ৭, ২০২৫
আওয়ামী লীগ-অঙ্গ সংগঠনের ৩ সদস্য গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন— মো. নাইমুর রহমান (২২), হারুন (২৪) এবং আলামিন মোল্লা (২০)।

সোমবার (৭ জুলাই) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভোর ৫টা ৪৫ মিনিটে শ্যামপুর থানার জুরাইন সালাহ উদ্দিন পেট্রোল পাম্পের সামনে মাওয়া-ঢাকাগামী এক্সপ্রেসওয়ে ফ্লাইওভারের ওপর থেকে তাদের গ্রেপ্তার করে শ্যামপুর থানা পুলিশ।

শ্যামপুর থানা সূত্রে জানা গেছে, ওই সময় প্রায় ২৫ থেকে ৩০ জন মিলে সরকারবিরোধী মিছিল করছিলেন। তারা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সদস্য।

রাত্রিকালীন হোন্ডা মোবাইল টিম ও স্পেশাল ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছান। সেখান থেকে পুলিশ নাইমুর, হারুন ও আলামিনকে গ্রেপ্তার করা হয়। বাকিরা পালিয়ে যান।

এজেডএস/আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।