ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

জাতীয়

অপহরণের ১৭ দিন পর যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০২, ডিসেম্বর ১৩, ২০২০
অপহরণের ১৭ দিন পর যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার প্রতীকী

সাভার (ঢাকা): সাভারের হেমায়েতপুরে অপহরণ হওয়ার ১৭ দিন পর কেরানীগঞ্জ আলীপুর এলাকার একটি জঙ্গল থেকে রাব্বি (২১) নামে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।

 

রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে হেমায়েতপুরের সিমান্তাবর্তী এলাকা আলীপুরের এক জঙ্গলের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  নিহত রাব্বি ভোলা জেলার লালমোহন থানার গাজারিয়া গ্রামের নূর হোসেনের ছেলে। তিনি সাভারের জয়নাবাড়ী এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।  

আটক দু’জন হলেন- জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার গুনেরবাড়ী এলাকার শাজাহানের ছেলে। অন্য জনের নাম-পরিচয় জানা যায়নি।  

ডিবি সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর বিকেলে রাসেল নামে এক যুবক মোবাইল বিক্রি করবে বলে রাব্বিকে ডেকে নিয়ে যান। এরপর থেকে রাব্বির মোবাইলফোনটি বন্ধ পাওয়া যায়। পরের দিন ২৭ নভেম্বর সন্ধ্যায় রাব্বির স্বজনদের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন রাসেল ও মাহমুদুল নামে দু’জন। বিষয়টি নিয়ে সাভার থানায় মামলা দায়ের করা হলে সন্দেহভাজন দু’জনকে গ্রেফতার করা হয়। পরে এই দু’জনের তথ্যের ভিত্তিতে রোববার হেমায়েতপুরের সিমান্তাবর্তী এলাকা আলীপুরের এক জঙ্গলের ভেতর থেকে রাব্বির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।  

এ বিষয়ে ঢাকা উত্তরের ডিবি পুলিশের পরিদর্শক (তদন্ত) আকবর আলী বাংলানিউজকে জানান, সাভার থানা থেকে মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল। পরে দু’জকে গ্রেফতার করে তাদের তথ্যের ভিত্তিতে রোববার রাব্বির মরদেহ উদ্ধার করা হয়।  মুক্তিপণ না দেওয়ায় রাব্বিকে ২৭ তারিখেই মেরে ফেলা হয়েছিল।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।