ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

জাতীয়

ফেনীতে নানা আয়োজনে নবান্ন উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০১, ডিসেম্বর ১০, ২০২০
ফেনীতে নানা আয়োজনে নবান্ন উৎসব

ফেনী: ফেনীতে নানা আয়োজনে নবান্ন উৎসব পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের ভালুকিয়া গ্রামে স্বপ্নসেতু সংলগ্ন মাঠের মধ্যে কৃষক-কৃষাণীদের অংশগ্রহণে নবান্ন উৎসব উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।

বিশেষ অতিথি ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক তোফায়েল আহম্মদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম, সহকারী কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আবু তাহের ও (উদ্ভিদ সংরক্ষণ) শহীদুল ইসলাম। নবান্ন উৎসবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমীন আক্তার।

উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. দিদারুল ইসলাম।

সভা শেষে আমন ধানের মতো বোরো ধানেও বাম্পার ফলনের উদ্দেশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে হাইব্রিড বীজ বিতরণ করেন অতিথিরা। এছাড়া জেলায় এবার ১০ হাজার কৃষকের মধ্যে হাইব্রিড বীজ বিতরণ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এছাড়া নবান্ন উৎসবে ছিল শস্য কর্তন, ধান মাড়াই, পিঠা-পুলির স্টল, গান-বাজনা ও নৃত্যের আয়োজন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।