ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

জাতীয়

পুরান ঢাকায় মাথায় পাথর দিয়ে আঘাত করে যুবককে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৩, জুলাই ৯, ২০২৫
পুরান ঢাকায় মাথায় পাথর দিয়ে আঘাত করে যুবককে হত্যা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল ফটক

ঢাকা: পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের পাশে সোহাগ নামে এক ভাঙরি ব্যবসায়ীকে মাথায় পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) বিকেলে হাসপাতালের তিন নম্বর গেটের সামনে এই হত্যাকাণ্ড ঘটে।

 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেট সংলগ্ন রাস্তা থেকে সোহাগের লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, তার মাথায় পাথর দিয়ে আঘাত ও পিটিয়ে হত্যা করা হয়েছে।

সোহাগ কেরানীগঞ্জ এলাকায় থাকতেন এবং তিনি পেশায় ভাঙরি ব্যবসায়ী।

ঘটনার বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলেও জানাস ওসি।

এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।