ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

জাতীয়

নেছারাবাদে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১২, ডিসেম্বর ১০, ২০২০
নেছারাবাদে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদে অজ্ঞাতপরিচয় যুবকের অর্ধগলিত ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার সীমান্তবর্তী গগন গ্রামের বেলুয়া নদী সংলগ্ন খালের মোহনা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে স্থানীয়রা গগন এলাকার খালের মোহনার ব্রিজের নিচে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।  খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শেখ আউয়াল কবির বাংলানিউজকে জানান, অর্ধগলিত মরদেহের গায়ে সাদা কালো রঙয়ের একটি জ্যাকেট রয়েছে। তার গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।