ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

টঙ্গীতে ব্রিজের নিচ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৯, ডিসেম্বর ৫, ২০২০
টঙ্গীতে ব্রিজের নিচ থেকে কিশোরের মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর আরিচপুর এলাকায় রেলওয়ে ব্রিজের নিচ থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ ডিসেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মৃতের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তার বয়স আনুমানিক ১৩ বছর। তার পরনে জিন্স প্যান্ট ও নীল রঙের সোয়েটার ছিল।

গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম মানিক মাহমুদ জানান, টঙ্গীর আরিচপুর এলাকায় তুরাগ নদে রেলওয়ে ব্রিজের নিচে ওই কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তারা থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় ওই কিশোর রেলওয়ে ব্রিজ থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২০
আরএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।