ঢাকা, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

জাতীয়

ভোলায় করোনায় কৃষি বিভাগের উপ-পরিচালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:২৬, নভেম্বর ২০, ২০২০
ভোলায় করোনায় কৃষি বিভাগের উপ-পরিচালকের মৃত্যু হরলাল মধু

ভোলা: ভোলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হরলাল মধু (৫৮) মারা গেছেন।  

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১২টার দিকে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলে সহ বহু আত্নীয়-স্বজন রেখে গেছেন।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ৭ নভেম্বর উপ-পরিচালক হরলাল মধুর করোনা শনাক্ত হয়। এরপর তার অবস্থার অবনতি হলে ১০ নভেম্বর তাকে বরিশাল শেরেই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করানো হয়। বৃহস্পতিকার রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

উপ-পরিচালক হরলাল মধুর বাড়ি মাদারীপুর জেলায়, তবে তার পরিবার গোপালগঞ্জ বসবাস করে আসছিলেন। তার স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
চলতি বছরের ৫ এপ্রিল তিনি ভোলা জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হিসাবে যোগদান করেন।

তিনি করোনা আক্রান্ত ছাড়াও দীর্ঘদিন থেকে কিডনি ও হার্টের সমস্যায় ভুগছিলেন।

এদিকে হরলাল মধুর মৃত্যুতে কৃষি বিভাগ, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ০৬২৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।