ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

জাতীয়

সিরাজগঞ্জে মাস্ক-হেলমেট না পরায় ১৪ জনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৪, নভেম্বর ১৯, ২০২০
সিরাজগঞ্জে মাস্ক-হেলমেট না পরায় ১৪ জনকে জরিমানা

সিরাজগঞ্জ: মাস্ক-হেলমেট না থাকায় সিরাজগঞ্জে ১৪ জনকে বিভিন্ন পরিমাণে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমত উল্লাহ বাংলানিউজকে জানান, দ্বিতীয় ধাপে করোনা পরিস্থিতি মোকাবিলায় সবার মাস্ক পরিধানের বিষয়টি নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়। শিয়ালকোল বাজারে অটোরিকশা স্ট্যান্ডে অভিযান চালিয়ে মাস্ক না পরায় ১০ যাত্রীকে মোট ১২২০ টাকা জরিমানা করা হয়। এ সময় পথচারী, অটোচালক, সিএনজিচালক ও যাত্রীদের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এর পাশাপাশি তাদের করোনার দ্বিতীয় ওয়েভ নিয়ে সচেতন করা হয়। অপরদিকে, একই এলাকায় হেলমেটবিহীন মোটরবাইক চালানোয় চার চালককে বিভিন্ন অংকের সর্বমোট ২৮শ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ