ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে ডেঙ্গু আক্রান্ত নড়াইলের পৌর মেয়রকে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৬, নভেম্বর ১৮, ২০২০
হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে ডেঙ্গু আক্রান্ত নড়াইলের পৌর মেয়রকে

নড়াইল: নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে।

 

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে হেলিকপ্টারে অসুস্থ মেয়রকে ঢাকায় নেওয়া হয়। নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম থেকে তিনি হেলিকপ্টারে ওঠেন। এসময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নড়াইল সদর হাসপাতালের আরএমও এএফএম মশিউর রহমান জানান, গত সোমবার তার ডেঙ্গু জ্বর ধরা পড়ে। মঙ্গলবার রাতে তিনি সদর হাসপাতালে ভর্তি হন। বুধবার সকালে তার রক্তের প্লাটিলেট ৪৪ হাজারে নেমে আসে। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।