ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

বিস্কুটের প্যাকেটে মিললো ১৩২৫ পিস ইয়াবা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৮, নভেম্বর ১৮, ২০২০
বিস্কুটের প্যাকেটে মিললো ১৩২৫ পিস ইয়াবা ...

ঢাকা: রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ১৩২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার দুজন হলেন- মো. মাহমুদুল হক (৫০) ও মো. হোসাইন হোসেন (২০)।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে কমলাপুর রেলস্টেশন থেকে তাদের গ্রেফতার করা হয়।

কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উল হাসান জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে দুজনকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। ইয়াবাগুলো পাওয়া গেছে ওই দুজনের কাছে থাকা বিস্কুটের বক্স ও ব্যাগ থেকে। তাদের কাছ থেকে উদ্ধার ইায়াবার বাজারমূল্য আনুমানিক ৪ লাখ টাকা। বিস্তারিত আরও জানার চেষ্টা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
এজেডএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।