ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

দেশে ফিরলেন থাইল্যান্ডে আটকে পড়া ৪৮ বাংলাদেশি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২২, নভেম্বর ১৮, ২০২০
দেশে ফিরলেন থাইল্যান্ডে আটকে পড়া ৪৮ বাংলাদেশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি প্লেন

ঢাকা: থাইল্যান্ডে আটকে পড়া ৪৮ বাংলাদেশি নাগরিক বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরেছেন।

বুধবার (১৮ নভেম্বর) তারা ঢাকায় ফিরেছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে থাইল্যান্ডে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের সঙ্গে অন্য দেশের নাগরিকরাও ঢাকায় ফিরেছেন। বিশেষ ফ্লাইটে মোট ৮৯ জন যাত্রী ঢাকায় এসেছেন।

থাইল্যান্ডে আটকে পড়া বাংলাদেশিদের এ নিয়ে ৮ দফায় ফিরিয়ে আনা হলো। ৮ দফায় থাইল্যান্ড থেকে ৩৮৯ জন বাংলাদেশিকে ফিরে আনা হয়। এছাড়া, থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাস আরও দুই দফায় কম্বোডিয়া থেকে ১৩৫ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
টিআর/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।