ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

দেবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৯, নভেম্বর ১৮, ২০২০
দেবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পকুরের পানিতে ডুবে আসাদুজ্জামান আসাদ (৩) ও রহমত উল্লাহ (৩) নামে  দুই শিশুর মৃত্যু হয়েছে।  

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার দেবীডুবা ইনিয়নের টাকাহারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত  আসাদ একই এলাকার সফিজ উদ্দিনে ছেলে ও রহমত উল্লাহ প্রতিবেশী রফিকুল ইসলামের ছেলে।

শিশু দু’টির পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে আসাদ ও রহমত উল্লাহ খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায়। এদিকে, বেশ কিছুক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা তাদের খুঁজতে শুরু করেন। অনেক খোঁজাখুজির তাদের পুকুরের পানিতে অচেতন অবস্থায় ভাসতে দেখা যায়। এ অবস্থায় শিশু দু’টিকে উদ্ধার করে দেখা যায় যে আগেই তাদের মৃত্যু হয়েছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।