ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন আমিরাতের অবৈধ প্রবাসীরা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০২, নভেম্বর ১৮, ২০২০
জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন আমিরাতের অবৈধ প্রবাসীরা

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি নাগরিকরা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বিনা জরিমানায় দেশে ফিরতে পারবেন।

বুধবার (১৮ নভেম্বর) দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট অফিস এ তথ্য জানিয়েছে।



দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট অফিস জানায়, সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি নাগরিক, যাদের ভিসার মেয়াদ চলতি বছর ৩১ মার্চের মধ্যে শেষ হয়ে গেছে, তারা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন।

আমিরাতে অবস্থানরত সব অনিয়মিত বাংলাদেশি নাগরিকদের এই সুযোগ নেওয়ার জন্য অনুরোধ করেছে কনস্যুলেট অফিস।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।