ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

বরিশালে ছাত্রদলের মিছিলে পুলিশের বাধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৮, নভেম্বর ১৮, ২০২০
বরিশালে ছাত্রদলের মিছিলে পুলিশের বাধা

বরিশাল: ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনের ভোট বাতিলসহ সারাদেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেফতারের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের পৃথক বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। মিছিল করতে না পেরে পুলিশ বেষ্টনীতে বিভিন্ন দাবিতে স্লোগান দেয় নেতাকর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে সরকারী বরিশাল কলেজ ছাত্রদল নেতা সবুজ আকনের নেতৃত্বে জেলা ছাত্রদলের ব্যানারে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনু‌ষ্ঠিত হয়।

বক্তারা বলেন, উদ্দেশ্যে প্রণো‌দিতভাবে বিএন‌পি ও ছাত্রদলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। অ‌বিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহা‌র এবং দুই উপ নির্বাচনের ফলাফল বা‌তিলের দাবি জানান তারা‌।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।